Posts

Showing posts from January, 2025

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

Image
  বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইল ছবি: বাসস ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে তাঁকে দেশে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অর্ন্তবর্তী সরকার অনুরোধ জানিয়েছে। এমন প্রেক্ষাপটে তাঁর ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য পাওয়া গেল। আরও পড়ুন শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি, জানালেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা ২৩ ডিসেম্বর ২০২৪ গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সে দেশেই অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে দেশে ফেরানোর আহ্বান বাড়ছে। তবে তাঁর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন এ বিষয়ে অবগত আছেন এমন কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছুক ব৵ক্তিরা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা যাতে ভারতে অবস্থান করতে পারেন, সে পথ সুগম করতে সম্প্রতি তাঁর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে তাঁকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে ওঠা গুঞ্জন নাকচ করে দেন তাঁরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনা...

মা এগিয়ে যান ধীরে ধীরে

  মা এগিয়ে যান ধীরে ধীরে । একটু একটু করে স্পষ্ট হয় তাঁর চোখের সামনে সেই সাদা ফেনারাশির কম্পন। সোজা সামনে দূরে চোখ রেখে মা আবিষ্কার করতে থাকেন সাগরের অস্তিত্ব। আমি পাশে থেকে তাঁর মুখের প্রতিটি অভিব্যক্তি দেখার জন্য হাঁটি । হঠাৎ মা খপ করে আমার হাত চেপে ধরেন। বলেন, ‘আমার পায়ে কী লাগল?’ নিচে তাকিয়ে দেখেন, সমুদ্রের জল! আমার মায়ের পাতা স্পর্শ করে গেল সাগরের জলরাশি। মা আমার বিস্ময়ে আর আনন্দে হতবাক! আর আমার চোখে সেই স্বপ্নপূরণের অশ্রু। খুব অবাক হয়েছিলাম যখন জেনেছিলাম, মা–বাবা কখনো কোথাও ঘুরতে যাননি। আর কক্সবাজারে সমুদ্র দেখা—সে তো বিস্তর কল্পনা। কখনো যদি মাকে জিজ্ঞেস করেছি, ‘তু মি সমুদ্র দেখে ছ?’ উত্তরে বলতেন, ‘হুমম, টিভিতে কত দেখেছি।’ বাবার বয়স ৭০ পার হয়েছে। মায়ের ৬০ ছুঁই ছুঁই। এই এত বয়সেও কোনো মানুষ নিজের চোখে সমুদ্র দেখেনি, এটা আমি কোনোভাবেই হজম করতে পারলাম না। আমরা তো শিক্ষা সফরে, বন্ধুবান্ধব বা সহকর্মীদের সঙ্গে এখানে-ওখানে কত বেড়াতে যাই, ঘুরি, কত কিছু দেখি। অন্তত সমুদ্র তো মোটামুটি ২৫ থেকে ৩০ বছর বয়সের ভেতর দেখা হয়েই যায় আমাদের। অথচ আমাদের মা-বাবা কিনা আজও সমুদ্র দেখেননি! তাঁদের বয়স ...